বিশ্বজোড়া স্বপ্ন

 বিশ্বজোড়া স্বপ্ন 

খাদিজা বেগম 


বিশ্বজোড়া স্বপ্ন আমার 

ঘুমানো যায় কি তা নিয়ে, 

যুদ্ধগুলো সব থামাবো 

শুধু ভালোবাসা দিয়ে।।


আকাশছোঁয়া ঘর বানাবো 

পরম ভালবাসার ছাদে,

সেথায় নিয়ে রাখব ওদের 

যারা রাস্তা পড়ে কাঁদে।

শুইলে আমার ঘুম আসেনা 

স্বপ্ন আমায় দেয় জাগিয়ে।।


স্বপ্ন দেখি ওদের মুখে 

দিচ্ছি খাবার নিজের হাতে, 

ওদের খুশি দেখে আমার 

খুশি ঝরে আঁখি পাতে।।


কেমন করে ঘুমাবে চোখ 

ওরা কাঁদলে অনাহারে,

ধুঁকে ধুঁকে মরছে ওরা 

অমানুষের অত্যাচারে।

ওদের জন্য কিছু কর 

ও মন নিজের লোভ দমিয়ে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান