হাসপাতালে
হাসপাতালে
খাদিজা বেগম
কারো জীবন ষোলআনার
ষোল আনাই হাসপাতালে,
হাসপাতালের বাহিরে তার
যাওয়া হয়নি কোন কালে।।
কারো আসে দুর্ঘটনায়
আহত বা নিহত লাশ,
কেউ ফিরে যায় সুস্থ হয়ে
সেই খুশিতে করে উল্লাস।
আহাজারি করে কেহো
চুম্বন করে লাশের গালে।।
কেউবা শিশু কোলে নিয়ে
আজানের সুর শুনায় কানে,
সুস্থ জীবন ভিক্ষা চেয়ে
কান্নায় ভাসে চোখ এইখানে
প্রতিদিনি আসে রুগী
প্রতিদিনি নতুন জীবন,
প্রতিদিনি বেড় হয় লাশ
যায় ছিড়ে যায় মায়ার বাঁধন।
ভাগ্যের নির্মম পরিহাসে
কেউ হাসে কেউ ভাসে জলে।।
Comments
Post a Comment