অর্জন করার আগে

 অর্জন করার আগে 

খাদিজা বেগম 


না পাওয়া ঐ জিনিসগুলো 

কেন এত সুন্দর লাগে?

জানি পাব না তবুও 

বার বার পাবার ইচ্ছা জাগে।।


চাওয়ার আগে পেয়েছি যা

অনেকেরই নাই সে সব তা,

তবু কেন মনে পুষি

এতটা না পাবার ব্যাথা?

মানব জীবন চলবেই এমন 

সুখ আর দুঃখের মধ্যভাগে।।


দুঃখ যাবে সুখের বাড়ি

চির দুঃখী কেউ রবে না,

সুখ ও যাবে দুঃখের বাড়ি

চির সুখী কেউ হবে না।।


রাত্রি যেমন দিনে লুকায় 

দিনটা তেমন রাতে লুকায়,

তিনি হলেন ন্যায়বিচারক 

সে কাউকে না কভু ঠকায়। 

লোভ লালসা বর্জন করো 

অনেক অর্জন করার আগে।।


লোভ লালসা থাকলে মনে 

অর্জন করা ধন থাকে না,

যেমন তলা ছিদ্র কলসি

তার ভিতর জল রাখে না।

সুখ দুখের ওই হিসাব রেখে 

মানুষ হতে হবে ত্যাগে।।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান