প্রেম তরঙ্গে
প্রেম তরঙ্গে
খাদিজা বেগম
জলে ভেজা কাপড় হব
আমি তোমার অঙ্গে অঙ্গে,
আঠার মত আটকে রবো
আমি তোমার সঙ্গে সঙ্গে।।
আমি তোমার আত্মা হব
থাকবো তোমার অন্তরালে,
সুখ ছড়াবো তোমার মাঝে
কঠিন দুঃখ কষ্টের কালে।।
মন রাঙিয়ে রাখবো তোমার
রং ধনুর ঐ রঙ্গে রঙ্গে।।
এই পাগলটা তোমার পাগল
ধরে বেঁধে রাখো তারে,
প্রেম সোহাগে বন্দি রাখো
তোমার মনের কারাগারে।।
প্রেম পিপাসায় প্রাণ চলে যায়
দাও তুলে দাও প্রেম পেয়ালা,
জ্বলে পুড়ে মরলাম আমি
দাও নিবিয়ে প্রেমের জ্বালা।
প্রেম যমুনায় ভাসিয়ে দাও
ভেসে যাব প্রেম তরঙ্গে।।
Comments
Post a Comment