আগামীকাল ঈদ

 আগামীকাল ঈদ 

খাদিজা বেগম 


কে বলেছে পড়তে তোমায় 

কে বলেছে লিখতে?

পড়ালেখা রেখে এসো 

ঈদের চাঁদটি দেখতে।।


দূর আকাশে চাঁদ উঠেছে

দেখ চিকন বাঁকা,

আগামীকাল ঈদ হবে ঈদ 

এই কথাটাই পাকা। 

জনে জনে বুক মিলাবো 

মান অভিমান রুখতে।।


নতুন কাপড় পড়ে আমরা 

নতুন হয়ে যাব,

শত্রুতা সব ভুলে গিয়ে

এক টেবিলে খাব।।


বড়দের কে সালাম দিয়ে 

নেবো ঈদ সালামি,

ঈদ আনন্দে সুখ ছড়াব

আমরা তুমি আমি। 

ভুল কর না নিজেরি মন 

নিয়ন্ত্রণে রাখতে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান