বৈচিত্র

 বৈচিত্র

খাদিজা বেগম 


মানুষ ছাড়া এই পৃথিবীর 

সকল সৃষ্টি মানব মিত্র,

মন্দ চিন্তা যে জন পোষে 

তার দোষে সে অপবিত্র।।


সৎ মানুষকে গুম, খুন করে 

মা, বোন, শিশু, ধর্ষণ করে,

গাছপালা বন উজাড় করে 

সব মন্দ কাজ মানুষ করে।

শান্তিপূর্ণ পৃথিবীতে 

মানুষ ছড়ায় যুদ্ধের চিত্র।।


অন্য জনের কথা বার্তা 

কাজ কর্মে কে সম্মান করো,

যেন তা না হয় ক্ষতিকর 

ভাল কিছু আঁকড়ে ধরো।।


পশু, পাখি, লতা, পাতা 

বৃক্ষ মাঝে ও বৈচিত্র,

ভিন্ন পথের ভিন্ন মতের 

ওড়াও হতে পারে মিত্র।

ভোগ বিলাসী জীবন রেখে

পুষে রাখি সুচরিত্র ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান