বিষন্নতা

 বিষণ্ণতা 

খাদিজা বেগম 


ভাবিনি তো এমন হবে 

ছিল না তো এমন কথা,

ভালবাসার বিনিময়ে 

আমি পাবো বিষণ্ণতা।।


অস্থির এ মন স্বস্তি পেতে 

আজো শুধু তোমাকে চায়,

আর পারিনা সইতে আমি 

এত কঠিন বিরহের দায়। 

কাছে এসে ভালবেসে 

দূর করে দাও অস্থিরতা।।


ভালোবাসা পাবার আশায় 

তোমায় ভালো বেসেছিলাম,

তোমার ঐ মন পাবার আশায় 

আমার এ মন দিয়েছিলাম।।


ডানা ভাঙ্গা পাখির মত 

ভেঙে গেছে আমার আশা,

তুমি নাই তাই শূন্য বুকে 

আজ বেঁধেছে ঘর হতাশা।

মগ্ন হয়ে এমন খুজে 

শুধু তোমার স্মৃতির পাতা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান