সীমারেখা না ছাড়িয়ে
সীমারেখা না ছাড়িয়ে
খাদিজা বেগম
সঠিক পথে চলো রে মন
ভুল পথে পা না বাড়িয়ে,
যা প্রয়োজন মিটিয়ে লও
সীমারেখা না ছাড়িয়া।।
পাপের পথে গিয়েই যদি
করতে থাকো ভালো কর্ম,
তবে তুমি অবিশ্বাসী
মাননা তো কোন ধর্ম।
তোমায় তুমি রক্ষা করো
ওই ভিতরের পাপ তাড়িয়ে।।
নিজের সাথে নিজের যুদ্ধ
দিবানিশি যাও চালিয়ে,
কভু যেন আলো থেকে
কালোতে না যাও পালিয়ে।।
তোমার মাঝে বসত করে
একটা মহা শয়তানের জোট,
ওরা ক্ষিপ্ত ঝড়ের মতো
তোমায় করে ওলোটপালোট।
ওদের সাথে যুদ্ধ করে
পাপ বাসনা যাও এড়িয়ে।।
তোমায় তুমি ব্যস্ত রাখো
সুন্দর চিন্তা চেতনাতে,
ভালো কর্মে ব্যস্ত থাকলে
সফল হবেই প্রতী খাতে।
দুই চরণে মন্দ চিন্তা
দিবানিশে যাও মাড়িয়ে।।
Comments
Post a Comment