মনে আছে কিনা
মনে আছে কিনা
খাদিজা বেগম
মনে আছে কিনা আছে
নাকি ভুলে গেছো আমায়,
দিবানিশি মনে পড়ে
ভুলতে পারি না তো তোমায়।।
তোমার কাছে আমার স্বপ্ন
আমি রেখে ছিলাম জমা,
নষ্ট কর না সেই স্বপ্ন
ওগো আমার প্রিয়তমা।
আমি বলে তো দিয়েছি
আমার মনে প্রাণে কি চায়।।
একটু খানি হাতটা ধরলে
উঠে আমি ও দাঁড়াবো,
বাধাবিঘ্ন ভেঙেচুরে
অপশক্তি কে হারাবো।।
মন বাড়িয়ে বসে আছি
তোমার আশা তো ছাড়ি না,
একটুখানি ভালোবাসা
আমি পেতে কি পারি না।
বেঁচে আছি স্বপ্ন নিয়ে
স্বপ্ন পূরণ হবার আশায়।।
Comments
Post a Comment