আমিও পারিনি

 আমিও পারিনি 

খাদিজা বেগম 


আমিও পারিনি তুমিও পারনি

অভিমান ভুলে কাছে আসতে, 

আমিও পারিনি তুমিও পারনি 

ক্ষমা করে দিয়ে ভালবাসতে।।


তুমি আমি বড় অহংকারি তাই

পুষে রাখি শুধু অহংকার, 

নিজেদের দোষে নিজেদের হাতে 

আমরা ভেঙেছি তো সংসার।

আজ দুজনেই তো পারি খুব করে

বিরহের জলে জলে ভাসতে।।


তোমার আমার সম্পর্কের 

মূল্য আমরা কেউ বুঝিনি তো, 

তাইতো অকারণে কারণে অযথা

অভিযোগ তুলে করেছি ক্ষত।।


আমার প্রতিটা শ্বাস-নিশ্বাসে 

আজ মনে হয় খুব কষ্ট,

একটু ধৈর্য ধরতে পারলে 

জীবন হতো না এত নষ্ট।

এখন বুঝেছি দুঃখ নিয়েই 

হবে আমাদের সুখে বাঁচতে।।


এই বুঝাটা আগে বুঝতে পারলে 

হয়ত ভাঙতো না সংসার,

বিয়োগ বেদনা সইতেও হতো না

বইতে হতো নাতো এই হাহাকার।

তোমাকে আমাকে হতো না কখনো 

এত অভিনয় করে হাসতে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান