প্রেম মঞ্জুরি
প্রেম মঞ্জুরি
খাদিজা বেগম
তোমার হাতে পরাও যদি
আমি হব তোমার চুড়ি,
প্রেম আকাশে উড়াও যদি
আমি হব প্রেমের ঘুড়ি।।
মনের পাতায় লিখলে আমায়
আমি হব তোমার গল্প,
অনেক ভালো বাসবো তোমায়
দাও যদি প্রেম অল্প অল্প।
প্রেম যমুনায় ডুবাও যদি
আমি হব প্রেম ডুবুরি।।
তোমার কন্ঠে গাইলে আমায়
আমি হব সুমধুর গান,
রাত নিশিতে ডাকলে আমায়
আমি হব পূর্ণিমার চাঁন।।
তোমার গলায় পড়লে আমায়
আমি হব সাতনূরি হার,
তোমার অঙ্গে তোমার সঙ্গে
দুলবো আমি হাজারো বার।
এই হৃদয়ের গভীর হতে
তোমায় দেবো প্রেম মঞ্জুরি।।
Comments
Post a Comment