শতভাগ সততা
শতভাগ সততা
খাদিজা বেগম
অন্যজনার দোষ না খুঁজে তুমি খুঁজো
তোমার মাঝে কি কি আছে গুণ,
তোমার গুন নিয়ে তুমি জ্বলে উঠো
পৃথিবী দেখুক তোমার আগুন।
অন্যজনার পিছনে না লেগে তুমি
শুধু তোমার পিছনেই লেগে থাকো,
তবেই তুমি এগিয়ে যাবে ধীরে ধীরে
তোমার ওই স্বপ্ন নিয়ে জেগে থাকো।
তোমার ভিতরের ঐ তোমারে তুমি
না চিনলে চিনবে না পৃথিবীর কেহ,
তুমি যারে আয়নাতে চেনো সে তো তুমি নও
সে ত একটা ঠুনকো মাটির দেহ।
অমূল্য ধন তোমার আত্মাকে তোমার সত্ত্বাকে
অবহেলে ফেলে দিয়ে,
মিথ্যা আনন্দে মেতে আছো কেন মানুষ
ঠুনকো মাটির চাওয়া পাওয়া নিয়ে।
শত বছর আয়ু লাগে না অশেষ বছর
সুখে শান্তিতে থাকতে হলে,
শতভাগ সততা প্রতি চিন্তা-ভাবনায়
কথাবার্তায় কাজে কর্মে (দৃষ্টিভঙ্গিতে) লাগে।
Comments
Post a Comment