জীবনের প্রয়োজনে
জীবনের প্রয়োজনে
খাদিজা বেগম
ও যার মঙ্গলো কামনাতে
আমার নয়ন দুটি কানতে,
আজকে আমি দিশেহারা
তারি করা কুচক্রান্তে।।
একদিন যারে বিশ্বাস করে
দিয়েছিলাম আমার সকল,
বিশ্বাসঘাতক হয়েছে সে
আমার সবি আজ বেদখল।
ভালোবাসাও হয় অভিশ
আগে কি তা কেহ জানতে।।
যারে আমি ভেবেছিলাম
বুকের ভেতর থাকা জীবন,
এতটা দিন পরে এসে
আজ দেখি সে আমার মরণ।।
যারে পেতে পাগল ছিলাম
তার থেকে আজ আমি চাই ত্রাণ,
যার সুবাসে মাতাল ছিলাম
আজ তাতে পাই বিষাক্ত ঘ্রাণ।
এই জীবনের প্রয়োজনে
আজ বাধ্য হই ও সব মানতে।।
Comments
Post a Comment