নজর
নজর
খাদিজা বেগম
তোমার চোখের ওই নজরে
ঘায়েল হলো আমার এ মন,
দেখিনা আর তুমি ছাড়া
এই নয়নে আমি এখন।।
দূর আকাশে দেখি ভাসে
তোমার মিষ্টি মুখের হাসি,
বৃষ্টি হয়ে ঝরে পড়ে
তোমারি প্রেম রাশি রাশি।
সেই প্রেমেতে পাগল হয়ে
ভিজি আমি যখন তখন।।
তোমার নজর নজর তো নয়
যেন প্রেমের বন্দিশালা,
বন্দি করে রেখেছো মন
না লাগিয়ে কোন তালা।।
আপন হয়ে আসলে কাছে
রেখে দেবো ভালবেসে,
তোমায় পেলে নিঃস্ব হবো
সব হারাবো দিনের শেষে।
তোমার নজর পড়ার পরেই
শান্ত বুকে বইছে প্লাবন।।
Comments
Post a Comment