ছলাকলা
ছলাকলা
খাদিজা বেগম
আঁকাবাঁকা চললে তুমি
শেষ হবে না তোমার চলা,
এলোমেলো বললে তুমি
শেষ হবে না তোমার বলা।।
সরল পথের পথিক হয়ে
চলো তুমি আলোর দিকে,
জেনে বুঝে বল কথা
কথা বলার নিয়ম শিখে।
জয় পরাজয় যাই আসুক না
তাতে হবে না উতলা।।
ষড়যন্ত্র করছে ওরা
ছয় ডাকাতে দিবা রাত্রি,
পথ ভুলিয়ে তোমায় নিয়ে
হবে জাহান্নামের যাত্রী।।
তুমি তো ভাই জান্নাতি লোক
সেথায় তোমার সুখের বাড়ি,
এই দুনিয়া দুদিন পরে
তোমায় যেতে হবে ছাড়ি।
ফেঁসে যেন না যাও তুমি
দেখে ওদের ছলাকলা।।
Comments
Post a Comment