আমি কেন অন্ধকারে
আমি কেন অন্ধকারে
খাদিজা বেগম
প্রতিটা দিন সূর্য উঠে
আলোকিত হয় এই আখিল,
আমি কেন অন্ধকারে
আমার জীবন কেন জটিল??
হাজার রঙে রঙিন ভুবন
কেন আমার চোখে কালো,
দাও ফিরিয়ে ওগো দয়াল
আমার অন্ধ চোখের আলো।
আমার চোখের জলেও কি
গলে না গো তোমার ওই দিল।।
কোন কারণে অন্ধ আমি
পাচ্ছি এত বড় সাজা,
একটু আলো ভিক্ষা দাও গো
ওগো আলোর মহারাজা।।
হয়তো তোমায় দেখার আগে
এই চোখ দেখবে না আর কিছু,
কৃতজ্ঞ তার ভাষা নাই আর
তাই করেছি মাথা নিচু।
তোমায় দেখার আশায় যদি
থাকে থাকুক দুচোখ কাহিল।।
Comments
Post a Comment