কেন কুলে এসেই তরী ডুবে

 কেন কূলে এসেই তরী ডুবে

খাদিজা বেগম 



কেন / কূলে এসেই তরী ডুবে

ডুবে না তা মাঝ নদীতে,

তখন / সচেতন মন ভুল করে না

তার দায়ভার কাঁদে নিতে।।


হয় তো / মাঝ নদীতে তুফানা ভারি 

আচার মারে তরীতে ঢেউ,

আবার / সেই আচারে ছিটকে পরে

অসচেতন মাঝি কেউ কেউ।

দায়ভার / যে জন বইতে জানে নিজে

তারে হয়না তো কাঁদিতে।।


যদি / বারে বারে কূলে এসেই 

খুশীতে দাও বৈঠা ছেড়ে,

তুমি / কেমন করে উঠবে পারে 

তোমায় জলে নেবে কেড়ে।।


তুমি / সুখে থাকো দুঃখে থাকো 

থাকতে হবে খুব সচেতন,

সদা / আবেগ স্রোতে ভাসালে মন

নষ্ট হবে মানব জীবন।

জীবন / নদীর পার হয়ে যাও সোজা 

তোমার বিবেক আর বুদ্ধিতে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান