তোমার পাগল আমি

 তোমার পাগল আমি 

খাদিজা বেগম 


কি করিলে পাবো তোমায় 

শিখিয়ে দাও তুমি,

তোমায় পেলে চাইনা কিছু 

এই জীবনে আমি।।


কোথায় তোমার ঠিকানাটা 

কোথায় তুমি থাকো,

ক্ষণে ক্ষণে শুনী কানে 

তুমি আমায় ডাকো।

তুমি আমার কাছে ওগো 

সবার চেয়ে দামি।।


এই অন্তরে কত ক্ষত

দুঃখ, কষ্ট আমার,

ক্ষত গুলো সেরে যেত

ছোঁয়া পেলে তোমার।


তুমি কোথায় আমি কোথায় 

কেন দাওনা দেখা?

তুমি ছাড়া পৃথিবীতে 

আমি বড় একা।

আমায় তুমি ধরে রাখো

তোমার পাগল আমি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান