নৈতিকতার আলো

 নৈতিকতা আলো

খাদিজা বেগম 


জ্বালো জ্বালো মনে জ্বালো 

নৈতিকতার আলো,

তবেই তোমার দূর হবে সব 

চতুর্দিকের কালো।।


বলো বলো মুখে বলো 

সত্য ন্যায়ের কথা,

কথা বলো না, না বুঝে

কভু যথাতথা।

অতি কথায় ভীষণ ক্ষতি 

অল্প কথা ভালো।।


হ্যাঁ এর সাথে হ্যাঁ, না বলে

নিজের কথা বলো,

না এর সাথে না, না বলে

নিজের পথে চলো।।


অন্যের সাথে তাল মিলিয়ে

যেওনা ভুল পথে,

বিবেক বুদ্ধি জ্ঞান খাটিয়ে 

চলো সঠিক মতে।

সত্য দিয়ে সাজিয়ে দাও

সকল এলোমেলো।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান