জামাই


জামাই

খাদিজা বেগম 


যৌতুক নেয়া জামাই আমি 

ঘুমাই শ্বশুরের দেয়া খাটে,

বৌকে নিয়ে থাকি আমি 

শ্বশুরেরে দেয়া একটা ফ্লাটে।।


রোজার সময় ইফতারি খাই 

শ্বশুরের দেয়া ইফতারিতে,

শ্বশুর বাড়ির দেয়া গরু

আমি কোরবানি দেই কোরবানিতে।

মাঝে মাঝে বলে লোকে 

আমি ছেলেটা খুব বখাটে।।


শ্বশুর আমার অনেক ভালো

শুধু বৌটা আমার খ্যাপাটে,

মাঝে মাঝে লাথি মারে 

শুইতে দেয় না বাবার খাটে।।


আরও দাবি গাড়ির চাবি 

শ্বশুর দিল আমার হাতে,

বাবার কাছে পাবে মেয়ে 

আমি কেন নাক গালালাম তাতে।

এখন আমি চিন্তায় মরি 

কি হবে শেষ বিচারের মাঠে??


এত কিছু নিয়েও আমি 

দেয়নি বউয়ের দেনমোহর,

আমার ভিতর নাই বুঝি আর

এখন মানুষের অন্তর।

শান্তি নাই আর আমার বুকে 

অনুশোচনায় বুক ফাটে।।


বড় বাড়ির জামাই আমি

আজ সকলের কাছেই ছোট,

জামাই হবার আগে তোমরা

যেন মানুষ হয়ে ওঠো।

যৌতুক নিয়ে করলে বিয়ে 

মান হারাবে পথে ঘাটে।।


স্বরবৃত্ত ৪/৪,মাত্রাবৃত্ত ১০




Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান