সময় ফুরিয়ে যায়
সময় ফুরিয়ে যায়
খাদিজা বেগম
লিখতে লিখতে কালি যেমন
হঠাৎ করে শেষ হয়ে যায়,
চলতে চলতে তুমিও তো
অচল হবে এই দুনিয়ায়।।
কালি ছাড়া কোন কলম
কেউ রাখে না কারো হাতে,
প্রাণটা তোমার উড়ে গেলে
কেউ রাখবে না দুনিয়াতে।
আপন জনে সবাই মিলে
মাটির ঘরে রাখবে তোমায়।।
তোমারি ঘর দালান কোঠা
ভাগ করে সব সবাই নেবে,
কেউ নেবে না পাপের বোঝা
কাজ করো না আর না ভেবে।।
কাজের আগে ভাবো তুমি
পরে ভেবে লাভ হবে না,
টাকা পয়সা জায়গা জমি
তোমার সঙ্গে তো যাবে না।
সময়টাকে কাজে লাগাও
তোমার সময় ফুরিয়ে যায়।।
Comments
Post a Comment