এক হয়ে যাই
এক হয়ে যাই
খাদিজা বেগম
তুমি আমি এক হয়ে যাই
একি বৃক্ষের নিচে এসে,
ভালোবেসে থাকি আমরা
একটু দূরে একটু কাছে।।
তুমি আমি এক হয়ে যাই
একি ছাদের নিচে এসে,
তুমি আমি হারাই দুজন
দুজনাকে ভালোবেসে।
এমনি করে যায় যদি যাক
দুটি জীবন সুখে ভেসে।।
তুমি আমি এক হয়ে যাই
প্রেম চাদরের নিচে এসে,
আমরা দুজন মিলেমিশে
হারিয়ে যাই অচিন দেশে।
তুমি আমার এমনই জন
তোমায় দেখে পুলকিত মন,
তুমি ছাড়া মূল্যহীন সব
ঝলসানো এই রঙিন ভুবন।
তোমার ছোঁয়ায় ঢেউয়ের মত
কষ্ট গুলো উঠে হেসে।।
Comments
Post a Comment