শাস্তি পাবে

 শাস্তি পাবে

খাদিজা বেগম 


থাকবা নারে থাকবা না আর 

তুমি থাকবা না এই ভাবে,

কালো চুল সব সাদা হবে 

টানটান চামড়া ঝুলে যাবে।।


রংবেরঙের এই দুনিয়ায় 

আমার চোখে ঝাঁপসা হবে,

কিসের আশায় কিসের নেশায় 

ও মন ডুবে থাকো তবে?

দুই সারিতে সাজানো দাঁত 

এঁকেবেঁকে পড়ে যাবে।।


প্রাণ থাকিতে দেহটাকে 

তুমি কর মন নিয়ন্ত্রণ,

প্রাণ পাখিটা উড়ে গেলেই 

শেষ হবে মন সব আয়োজন।।


যেই প্রেমেরি জোয়ারে আজ 

ভেসে যাচ্ছো পাপের স্রোতে,

সেই প্রেম একদিন বিলীন হবে

কাজ হবে না অজুহাতে।

ইচ্ছাকৃত পাপ করিলে 

শেষ বিচারে শাস্তি পাবে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান