বাবার আদর
বাবা আদর
খাদিজা বেগম
বাবা আদর পাই না আমি
হয়ে গেলো আজ কত দিন,
বাবা ছাড়া দিশেহারা
জীবন হয়ে গেলো কঠিন।।
আমি হাঁটলে হাঁটতাম সদা
আমার বাবার আঙুল ধরে,
বাবার মত কেউ নাই পাশে
এখন হাঁটবো কেমন করে।
দিবানিশি একটা ব্যথা
আমার বুকে করে চিনচিন।।
আমার ব্যথায় কাঁদতো বাবা
মুছে দিতো নয়নের জল,
এই পৃথিবী কাঁদায় আমায়
করে নানা রকমের ছল।
বাবা ছাড়া অন্ধকার সব
কোন আলো খুঁজে পাই না,
বাবা ছাড়া এই পৃথিবী
এক মুহূর্ত আমি চাই না।
বাবা আমায় মাফ করে দাও
তোমার কাছে হাজারো ঋণ।।
Comments
Post a Comment