প্রেম করিস না

 প্রেম করিস না

খাদিজা বেগম 


তুমি আমার প্রেমো বৃক্ষ 

আমি তোমার ডালের পাতা,

তুমি আমার ফেলে দিলে 

কে আর বুঝবে আমার ব্যথা?


একটা বৃক্ষের একটা পাতায় 

যায় না কেটে সারা জীবন,

নতুন নতুন লাবন্যময় 

সবুজ পাতার হয় প্রয়োজন।

লাবন্যহীন পাতা ফেলে 

বৃক্ষে রাখে নতুন পাতা।।


বৃক্ষ পাতার প্রেম ক্ষণিকের

সে প্রেম রয় না চিরকালে,

পাতার সাথে মন জড়ালে

প্রাণ হারাবে তার অকালে।।


প্রেম সে তো নয় কোন শান্তি

প্রেমে জ্বালা, প্রেমে পোড়া,

শান্তিতে কেউ থাকতে চাইলে

প্রেম করিস না যেন তোরা।

প্রেম বলে কিছু নাই রে

প্রেম সে তো এক মিথ্যা কথা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান