ন্যায় অন্যায় বোধ

 ন্যায় অন্যায় বোধ

খাদিজা বেগম 


কেন তুমি অন্য জনার 

বারা ভাতে দিয়েছ ছাই?

তোমার ভিতর বিবেক বুদ্ধি 

ন্যায় অন্যায় বোধ কিছুই কি নাই??


কত কষ্ট করার পরে 

এক থালা ভাত সামনে আসে?

কেউ যখন তা ছিনিয়ে নেয়

ক্ষুধার জ্বালায় নয়ন ভাসে।

কাউকে যদি কাঁদাও তুমি

তোমায় কাঁদতে হবে রে ভাই!!


অন্যের ক্ষতি না করিলে

তোমার ক্ষতি ও হবে না,

কেন কর অপরাধ ভাই 

এই ভবে তো কেউ রবে না!!


অন্যের সম্পদ অন্যের সম্মান 

রাখলে তুমি যত্ন করে,

একদিন তুমি যত্নে থাকবে 

এই দুনিয়া ছাড়ার পরে।

একার ভালো ভালো তো নয়

ভালো থাকবো আমরা সবাই।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান