সহায়তা

 সহায়তা

খাদিজা বেগম 


মানুষের নাই আগের মত

সহায়তার সেই মনোভাব,

ভোগ বিলাসী মানুষ এখন 

তাদের ত্যাগের বড় অভাব।।


মানুষ এখন ভুলেই গেছে

সহায়তার হাত বাড়াতে,

বিপদ আপদ শোকের সময় 

লোকের পাশে লোক দাঁড়াতে।

মানুষ এখন ব্যবসা খোঁজে 

সবকিছুতেই চায় নিজের লাভ।।


পারস্পারিক সেই সম্প্রীতি

এখন আর নাই লোকের মাঝে,

তাই বিশ্বাস নাই, একতা নাই

শৃঙ্খলা নাই এই সমাজে।।


লাঞ্চিত বঞ্চিত ওদের জন্য 

আবার আমরা মানুষ হব,

ঐক্যবদ্ধ হয়ে আমরা

একে অন্যের পাশে রব ।

তবেই হবে সবার মাঝে 

ওই জান্নাতের সুখ অনুভব।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান