প্রেমের ছোঁয়া

 প্রেমের ছোঁয়া 

খাদিজা বেগম 


প্রেমের ছোঁয়া দেবার ছলে

প্রাণের আগুন দেয় জ্বালিয়ে,

তোমরা এমন প্রেম কর না

এই প্রেম থেকে যাও পালিয়ে।।


প্রেমের নামে মন করে যা 

আসলে তা সব পাগলামি,

নিয়ন্ত্রণে রাখো ও মন

তোমার মনটা অনেক দামি।

মন যেন না চালায় তোমায়

তুমি রাখ মন চালিয়ে।।


কাউকে তুমি মন দিওনা

মনের মূল্য দেবে না কেউ,

মনের ভিতর রাখবে যারে

সেই তো তুলবে মন ভাঙ্গা ঢেউ।‌।


সুখে থাকতে কিলায় যদি

কাউকে প্রেমের ভুতে এসে,

তখন সেজন পাগল হবে

এক জনারে ভালবেসে।

মোমের মতন পুড়বে তখন 

কাঁদবে নিজের মন গলিয়ে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান