শোনো ও ভাই

 শোনো ও ভাই

খাদিজা বেগম 


অপরাধী কাজ ছেড়ে দাও 

শোনো ও ভাই চাঁদাবাজ,

মায়ের মত এ দেশ তোমার 

তোমারই তো এই সমাজ।।


দেশের সন্তান হয়েও কেন 

দেশকে করো অপমান,

ন্যায়ের পথে থাকলে তোমরা 

বৃদ্ধি পাবে দেশের মান।

ন্যায়ের পথে আসরে ভাই 

কর ন্যায়ের সাথে কাজ।।


চাঁদাবাজি ছাড়ো আজি 

ভাই, আর চাঁদা তুলনা,

এই দেশ তোমার মায়ের মত 

তুমি তারে ভুলো না।।


এই দেশ আমার এই দেশ তোমার 

দেশ আমাদের অহংকার,

নৈতিকতা রক্ষা করে 

মান বাড়াবো পতাকার।

কাল-পরশু নয় চলে এসো 

ন্যায়ের পথে তোমরা আজ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান