এতো নিচে নেমেছ
এত নিচে নেমেছ
খাদিজা বেগম
টানতে টানতে নিজেকে আজ
পশুর দলে এনেছ,
জায়গা নাই আর নিচে নামার
এতই নিচে নেমেছ।।
পশু হওয়ার দরজা খোলা
সবার জন্য হাজারো,
চাইলেই পশু পারবেনা তো
মানুষ হতে আবারও।
ভালো দামে কেন তুমি
এত মন্দ কিনেছ??
মানুষ হয়েও করছ তুমি
পাপের সাথে সমতা,
অমূল্য ক্ষণ ব্যয় করেছ
অকারণে অযথা।।
মানব দেহ চেনলে শুধু
চেননি তার আত্মাকে,
তাইতো তুমি মেরে ফেলছো
তোমার আপন সত্তাকে।
চেনার মত মন আছে যার
সেই তো তারে চিনেছে।।
Comments
Post a Comment