সময়ের দাম দিও
সময়ের দাম দিও
খাদিজা বেগম
কতজনে কত কিছু
বেঁচে জীবন করলো ছাই,
সততা নয় বিবেক ও নয়
আমি সবজি বেঁচে খাই।।
স্রষ্টার দেওয়া অমূল্য ধন
সত্য, বুদ্ধি, জ্ঞান দেহ,
ক্ষুধার দায়ে প্রাণ গেলেও
বেঁচে খায়ো না কেহ।
মানুষ হয়ে বাঁচতে হলে
নৈতিকতা থাকা চাই।।
সত্য যদি হারিয়ে যায়
বেঁচে থেকে কি হবে,
যাই করো না কেউ রবে না
বেশি দিন আর এই ভবে।
আসা যাওয়ার মাঝেরে ভাই
তোমার আমার পরীক্ষা,
তোমায় আমায় করতে যাচাই
দিলেন কিছু ক্ষণ ভিক্ষা।
নিজের সময় কাজে লাগাও
সময়ের দাম দিও তাই।।
Comments
Post a Comment