পাপের ভাগ
পাপের ভাগ
খাদিজা বেগম
ওই করনার মহামারী
এখন চলে গেছে বলে,
ভাবছো তুমি মরবা না আর
হারাম খাচ্ছ তলে তলে।।
ওই করোনা নাইবা আসুক
আসবে ঠিকই তোমার মরণ,
শেষ বিচারের কথা তুমি
দিবানিশি রাখো স্মরণ।
মানব জীবন ধন্য কর
সততা আর ত্যাগের বলে।।
দুই দিনের এই দুনিয়াতে
লোক ঠকিয়ে লাভ হবে না!
অর্থ সম্পদ সবই রবে
একদিন তুমি আর হবে না।।
সম্পদের ভাগ সবাই নেবে
তোমার পাপের ভাগ নেবে না,
অসৎ পথে অর্জন করে
কাউকে কিছু আর দেবে না।
সময় থাকতে সুপথ ধর
ভাসো অনুতাপের জলে।।।
Comments
Post a Comment