কবে থেকে

 কবে থেকে

খাদিজা বেগম 


কবে থেকে বসে আছো 

এই অন্তরে খুব গোপনে,

তা না বুঝে তোমায় খুঁজে 

ফিরি আমি জনে জনে‌‌।।


তোমায় ডেকে ডেকে আমি 

হয়ে থাকি পাগল পারা,

তবু কেন দাওনি তুমি 

আমার ডাকে কোন সাড়া?

তোমায় দেখার জন্য কত 

অশ্রু ঝরে দুই নয়নে।।


কবে থেকে ভালবাসো 

আমি বোকা বুঝিনি তা,

মহাজ্ঞানী বলে তুমি 

জানো আমার সকল কথা।।


দাও দেখা দাও আমার চোখে

ছুঁয়ে দেখি দুটি হাতে,

অনুভবে পাই তোমাকে

দিবা নিশি আমার সাথে।

নিরিবিলি মিশে আমি 

তুমার সাথে ক্ষণে ক্ষণে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান