হেফাজতে রেখো

 হেফাজতে রেখো

খাদিজা বেগম 


পাপের পথে যাই না যেন 

পথ দেখিয়ে দাও আমাকে,

শুদ্ধ করো মুক্ত করো

সব পাপ থেকে এই আত্মাকে।।


হেফাজতে রেখো তুমি 

চোখের দৃষ্টি মুখের কথা,

নিভিয়ে দাও বুকের জ্বালা 

জ্বলন্ত এই মনের ব্যথা।

লোভ লালসা থেকে বাঁচাও 

আমার পাপী দেহটাকে।।


নিয়ন্ত্রণে রাখো তুমি 

আমার মনের সকল চাওয়া,

তুমি আমার হয়ে গেলেই

হবে আমার সকল পাওয়া।।


তুমি ছাড়া মিথ্যা সবি 

এই দুনিয়ায় একটা ছায়া,

ধরা যায় না ছোঁয়া যায়না 

আযথা এক মিথ্যা মায়া।

এ সব ছেড়ে যেতে হবে

আমি যাবো তোমার ডাকে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান