না হয় যেন পুড়িতে
না হয় যেন পুড়িতে
খাদিজা বেগম
ডানা ভাঙ্গা পাখি যেমন
পারে না আর উড়িতে,
চরণ ছাড়া ঘোড়া তেমন
পারে না আর ঘুড়িতে।।
ধর্ম ছাড়া মানুষ তেমন
সৃষ্টিকর্তা না চেনে,
প্রতিদিনই পাপ করে যায়
নিজেকে সে না জেনে।
তাই নিজেকে আঘাত করে
লোভ লালসার ছুরিতে।।
মানুষ করে মানুষেরে
সুযোগ পেলেই উপকার,
মানব রুপি দানব গুলো
করবে শুধু অপকার।।
অন্যের ক্ষতি করে কেন
করছ নিজের সর্বনাশ?
সত্য ছাড়া করছ বহন
কেন তোমার জিন্দা লাশ।
হারাম থেকে দূরে থাকো
না হয় যেন পুড়িতে।।🔥
Comments
Post a Comment