কথা হচ্ছে রেকর্ড

 কথা হচ্ছে রেকর্ড

খাদিজা বেগম 


কথার আগে সালাম দিয়া

খুব সাবধানে কথা বলো,

সকল কথা হচ্ছে রেকর্ড 

তোমায়, আল্লাহ করছে ফলো।।


অনর্থ্যক আর বাজে কথা 

কেউ বলো না কোরো মুখে,

কর্কশ কন্ঠে ধমক দিয়ে

জল ফেলনা কারো চোখে।

সুন্দরভাবে উত্তমরূপে 

সদা সত্য কথা বলো।।


ঈমানদারগণ দৃঢ় থাকে

তাদের কথা এবং কাজে,

ক্ষমার নীতি অবলম্বনে

শান্তি ছড়ায় সবার মাঝে।।


 মূর্খ, বোকা, অজ্ঞ লোককে

সাধ্যমত যাও এড়িয়ে,

না জেনে না বুঝে কথা

বলো না কেউ আগ বাড়িয়ে।

জ্ঞান খাটিয়ে কৌশল করে

সৎ উপায়ে কথা বলো।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান