খোলা চুলের ঘ্রাণে

 খোলা চুলের ঘ্রাণে

খাদিজা বেগম


খোলা চুলের ঘ্রাণে ঘ্রাণে 

হৃদয় পাগল হয়ে গেছে,

অগ্নি রূপের আগুনে মন

মোমের মত গলে গেছে।।


তার ভাবনায় দিবানিশি 

উদাস উদাস থাকে এই মন,

তার মুখের এই মিষ্টি হাসির 

শব্দ আসে সারাটা ক্ষণ।

নিয়ে গেছে সে আমার মন 

চুরি করে নিয়ে গেছে।।


মায়া ভরা মায়াবী রূপ

আমার চোখে চোখে ভাসে,

স্বপ্ন হয়ে রাত নিশিতে

খুব নীরবে কাছে আসে।


ধরাছোঁয়ার বাইরে থাকে 

ডাকলে আমায় দেয় না সাড়া,

তার নয়নের ইশারাতে 

আমায় করলো দিশাহারা।

তার প্রেমের ওই যমুনাতে 

আমার এমন ভেসে গেছে।।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান