ফল পাবি না
ফল পাবি না
খাদিজা বেগম
কোনো দানে ফল পাবি না
যদি অন্যের হক খাও মেরে,
কোন রোজায় কাজ হবে না
যদি অন্যের ধন নাও কেরে।।
মুসলিম হলো সেই মানুষটি
যার এক রবে দৃঢ় বিশ্বাস,
হাজার বিপদ আপদেও
সে কখনো হয়না হতাশ।
তার সততা সে দেবেনা
যদিও যায় জীবন ছেড়ে।।
মানুষ কভু করে না ভাই
প্রতারণা করার ধান্দা,
ভিতর বাহির যাদের সাদা
তারাই আল্লাহর প্রিয় বান্দা।
নামাজা, রাজার চেয়ে বড়
সবার সাথে সৎ ব্যবহার,
কাজ হবে না হজ, যাকাতে
কথাবার্তা ভালো না যার।
সঠিক পথে চলতে হলে
কোরআন হাদিস পড়ে নেরে।।
Comments
Post a Comment