লোভ লালসা ছাড়ো

 লোভ লালসা ছাড়ো

খাদিজা বেগম 


তুমি আমায় ব্যথা দিয়ে 

যদি হাসতে পারো,

তবে আমায় ব্যাথা দিও 

যত খুশি আরও।।


আমি তোমার নাই বা থাকি 

থাকুক তোমার হাসি,

ওই হাসিটা অনেক দামি 

আমি ভালোবাসি।

যে তোমারে বাসলো ভালো 

তারে কেন মারো??


তোমার বিবেক খেয়ে নিলো 

লোভ নামের ঐ পোকা,

যখন তুমি অন্যজনকে 

দিয়ে যাচ্ছ ধোঁকা।।


বিবেক ছাড়া মানুষ তুমি 

বোঝনা লাভ ছাড়া,

ভালো করে দেখো তোমায় 

তুমি জিন্দা মরা।

বাঁচার মত বাঁচতে হলে

লোভ লালসা ছাড়ো।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান