সাযাইয়া দাও

 সাজাইয়া দাও 

খাদিজা বেগম 


তোমরা আমায় সাজাইয়া দাও 

সাদা রঙের শাড়িতে,

হাতে হাতে তুলিয়া দাও

চাকা ছাড়া গাড়িতে।।


তোমরা আমায় মাফ করে দাও

দোয়া করো সেজদাতে,

ফের আবারও দেখা হবে

সবার সাথে জান্নাতে।

থাকবো না আর পরের বাড়ি 

যাব আপন বাড়িতে।।


তোমরা আমায় ডেকো না কেউ 

এই নয়ন আর খুলবে না,

আমার জন্য দোয়া করতে

তোমরা কেহই ভুলবে না।।


মহা যাত্রার যাত্রী আমি 

দাও আগাইয়া কবরে,

ওইখানেতে গিয়ে আমি 

থাকবো অনেক আদরে।

কেউ ভুলনা হবেই তোমায়

এই দুনিয়া ছাড়িতে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান