ওরা ভালো থাকুক

 ওরা ভালো থাকুক

খাদিজা বেগম


আমি যাদের আপন ভেবে 

শক্ত করে ধরেছি হাত,

তারাই আমায় ছেড়ে গেল

দেখিয়ে না না অজুহাত।।


আমার ভাবনা ভুল ছিল সব 

তারা আমার জন্য নয়তো,

তাদের মত চিন্তা ভাবনা

আমার কাজে কর্মে নেই তো।

ওদের মত পারব না তো

স্বার্থের জন্য করতে আঘাত।।


ভালোবেসে অন্ধ হয়ে

করেছিলাম আমিও ভুল,

কেঁদে কেঁদে আমি এখন 

সেই ভুলেরি দিচ্ছি মাশুল।।


আমি ওদের আপন ছিলাম 

পর করেছে স্বার্থের জন্য,

অর্থ শূন্য হলেও আমি

হবো না তো বিবেক শূন্য।

তবু ওরা ভালো থাকুক 

ওদের জন্য এই মোনাজাত।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান