জাগো জাগো

 জাগো

 খাদিজা বেগম

০৮/০৩/২০২০

৮+১০


জাগো, জাগো, জাগে ওঠো, 

ও মা ,মাতা, মামনী, মাতৃকা,

জননী, জনি, প্রসুতি, 

ও প্রসু, অম্বিকা, অম্বালিকা।


জাগ্রত হও আজ থেকে  

ঐ নিকৃষ্ট অশুর বিনাশে,

আজ থেকে দেখিয়ে দাও  

লড়ার শক্তি নারীরও আছে।


ওঠো, ওঠো, জেগে ওঠো  

সই, সখি, সাথী, সহকর্মীনী,

আপা, বুবু, বোন, বুয়া, 

ও তনয়া, বান্ধবী, ভগনী ।


ভিতরে বাহিরে জ্বলো 

তুমি কঠোর অনল হয়ে, 

জালিম জ্বালিয়ে তুমি 

ছাই করো সেই অনলে পুড়িয়ে।


এসো, এসো, চলে এসো 

কন্যকা, কুমারী, মেয়ে, কন্যা,

এসো আত্মজা, অঙ্গনা, 

মানবী, মানষী, ও ললনা ।


এসো রণক্ষেত্রে গিয়ে 

দানব গুলোকে করবো ধ্বংশ,

মূল থেকে তুলে ফেলবো

ঐ কুচক্রী দানবের বংশ ।


চলো, চলো, চলো ভাবি, 

ও ননদ, বেয়াইন, পিসি,

কাকীমা , জেঠীমা, খুরি,  

জন্মদাত্রী, ও মামী, ও মাসি ।


চলো আজ থেকেই গড়ি

আমরা এক নয়া অভীযান,

যার মাধ্যমে খতম করবো 

নারীদের সকল দুশমন ।


তোলো তোলো নারী তোলো 

সবুজ জাগরনের পাল,

শক্তহাতে ধরো তুমি 

ধরো সম্মান রক্ষার হাল ।


ধর্ম, বর্ন, নিঃস্ব, ধনী

পদ, পদবী, দেশী-বিদেশী, 

সব ভুলে এসো নারী 

আজ থেকে থাকি পাশাপাশি।


সর্ব প্রথমে কালিমা 

পড়ে নারী হলো মুসলমান,

সর্ব প্রথমে সম্পদ 

সত্য পথে নারী করে দান।


 ইসলামের জন্য নারী 

সর্ব প্রথমে শহীদ হলো,

তবু কেন তোমরা আজো 

নারীকে কৃপণ, বোকা বলো?


নারীরা যোদ্ধা, প্রেমিকা, 

নারীরাই মমতাময়ী মা,

এই নারীকে ছোট করে 

কভু কেউ বড় হতে পারবে না।


নারী ছাড়া জান্নাতেও 

তোমরা কেউ পাবে না খুঁজে সুখ,

সেই নারীদের দিওনা 

তোমরা কেহ আর কোন দুঃখ।


আল্লাহর বিশেষ সৃষ্টি 

নারী, পুরুষের উপহার,

জবাবদিহি করতে হবে 

অমর্যাদা কর যদি তার।


নারীর মর্যাদা দিলো 

পবিত্র হাদীস ও কুরআন,

তার করলে অমর্যাদা 

মানুষ তুমি হবে বেইমান।


অজুহাত ধরে আর

ধমক মেরে দিওনা চর,

তার প্রিয়জন ছেড়ে 

যে এসেছে তোমাদের ঘর।


বাঁকা হাড়ে নারী সৃষ্টি 

একটু চলন বাঁকানো তাঁর,

ধৈর্য ধরে করতে হবে

নারীর প্রতি সুব্যবহার।


রুপে গুণে গুণান্বিত 

সে মেধা মননে ‌বুদ্ধিমতী,

এই নারীকে রাখলে ভালো 

এই সমাজে ছড়াবে সে জ্যোতী।


নারীদের গর্ভে চড়ে 

এসেছি এই পৃথিবীতে ও ভাই,

পুরুষের কাধে চেপে 

আবার আমরা চলে যাই সবাই।


নারীর অন্তরে থাকে 

স্রষ্টার পরে নরের স্থান,

নারী ও পুরুষ সবাই 

মানুষ একি মর্যাদাবান ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান