ভালবাসা নাই
ভালবাসা নাই
খাদিজা বেগম
ভালোবাসা নাই নাইরে নাই
ভালবাসা নাই ভুবনে,
ভালোবাসা ভেবে কাউকে
ঠাঁই দিও না তোমর মনে।।
ভালোবেসে রাখবে যারে
খুব গোপনে নিজের মনে,
সেই ভাঙিবে তোমার ঐ মন
ধীরে ধীরে খুব যতনে।
ভালোবাসলে দিবানিশি
শ্রাবণ ঝরবে দুই নয়নে।।
ভালোবাসা ভেবে তুমি
যারে চাইবে আপন করে,
আপন কভু হবে না সে
আগুন দেবে তোমার ঘরে।।
ভালোবেসে ভালো নাইরে
এই দুনিয়ায় কোন প্রেমিক,
মিথ্যা ভালোবাসা পেতে
ছুটে চল না দিক বেদিক।
দায়িত্ব ছাড়া নাই কিছু আর
মানব জাতির এই জীবনে।।
Comments
Post a Comment