পাপের শাস্তি

 পাপের শাস্তি

খাদিজা বেগম 


যখন নদী অশান্ত হয়

ঢেউয়ে ঢেউয়ে কূল ভেঙ্গে যায়,

যখন কেহ অমানুষ হয় 

তার কথাতে মন ভেঙ্গে যায়।


যে কূল ধরে রাখে নদী 

তার হৃদয়ে যত্ন করে,

সেই নদীতে তার কূল ভেঙ্গে 

হারাতে চায় দূর সাগরে।

এই দুনিয়ার কেউ সুখী নয়

বেঁচে থাকার এই অবস্থায়।।


মাঝে মাঝে সাগর টাও 

ছুটে আসে তার কূল ছেড়ে,

নদীর সাথে প্রেম করিতে

কত কিছু নেয় সে কেরে।


তবু নদী নদীর জায়গায়

সাগর থাকে ঐ সাগরে,

নিজের চাওয়া পাওয়ার জন্য

লাভ কি অন্যের ক্ষতি করে?

পাপের শাস্তি পেতে হবে

থাকবে না কেউ এই দুনিয়ায়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান