জ্ঞানী মানুষ

 জ্ঞানী মানুষ

খাদিজা বেগম 


কোথায় সেই সে জ্ঞানী মানুষ 

রাজার চেয়েও ক্ষমতা যার,

তার জ্ঞানে সে চৌচির করবে 

স্বৈরাচারী রাজার চেয়ার।।


কোথায় আছে তার জ্ঞান ভান্ডার

বোমার মত কখন ফাটবে,

সে দেখাবে মু্ক্তির সেই পথ 

সবাই তার সে পথে হাঁটবে।

কোথায় গেলে পাবো তারে 

তারে এখন সবার দরকার।।


জ্ঞানীর সে জ্ঞান অস্ত্রের চেয়ে

আরও বেশি খুব শাণিত,

জ্ঞানীর কথা বজ্রের চেয়ে 

আরও বেশি খুব ধ্বনিত।।


জ্ঞানীর দৃষ্টি ঝড়ের মত

নোংরা করে দেয় পরিষ্কার,

জ্ঞানীর লেখার সূত্র ধরে

নতুন নতুন হয় আবিষ্কার।

জ্ঞানী তুমি কোথায় আছো 

খুলে দিয়ে যাও রুদ্ধ দ্বার।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান