দেশ বাঁচাতে

 দেশ বাঁচাতে

খাদিজা বেগম 


বাংলাদেশে বাঙালি নাই 

হিন্দু, মুসলিম, বৌদ্ধ ভরা,

মসজিদ, মন্দির, গির্জার সেবায়

দিবানিশি ব্যস্ত ওরা।।


বাংলাদেশে বাঙালি নাই 

নানান দলের দলীয় লোক,

দলের সেবায় ব্যস্ত সবাই 

দেশের প্রতি নাই কারো চোখ।

স্বাধীন দেশে পরাধীন সব 

ওরা অন্যের কাছে ধরা।।


বাংলা দেশে বাঙালি নাই

এখন দেখি সব স্বার্থপর,

সুযোগ পেলেই বিদেশে যায়

দেশের গালে মারে থাপ্পড়।


বাংলার জন্য বাঙালি হও

বুকে রাখো পবিত্রতা,

বাংলা দেশটা ভালবেসে

দেশের জন্য বল কথা।

দেশ বাঁচাতে বাঁচাও নীতি

নৈতিকতায় থাকো করা।।


দেশ না থাকলে কোথায় থাকবে

তোমাদের দল, মসজিদ, মন্দির,

কোথায় রাখবে তোমাদের পা?

কোথায় গিয়ে করবে ভীর ?

প্রতিবাদের মুখ খোলো না 

তোমরা কি ভাই সবাই মরা??,



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান