কুঁড়ের ঘরে বাস
কুঁড়ের ঘরে বাস
খাদিজা বেগম
তুমি থাকো অট্টালিকায়
আমার কুঁড়ের ঘরে বাস,
তোমার দেখেই হয়ে গেল
আমার কি যে সর্বনাশ।।
মন বোঝে না তুমি ছাড়া
তাতে আমার দোষটা কি?
তোমার প্রেমে মন ভুলে যায়
ধনী, গরীব কোনটা কি?
তুমি চাইলে আমি হব
তোমার চরণ সেবার দাস।।
কাছে আসার নাই অধিকার
দূর থেকে তাই দেখে যাবো,
আমি তোমায় ভালোবেসে
সুখ না পেলেও দুঃখ পাবো।
গরিব ধনীর হয় না মিলন
এই মন আগে জানতো না,
ভালোবেসে তাই তো পেলাম
জীবন ভরে যন্ত্রণা।
তবু এই মন স্বপ্ন দেখে
তোমার নিয়েই বার মাস।।
Comments
Post a Comment