স্মৃতি হয়ে থাকবো

 স্মৃতি হয়ে থাকবো

খাদিজা বেগম 


ঘৃণা করে যদি মোরে

মন থেকে দাও সরিয়ে,

তবু রাখবো তোমায় ধরে 

ভালোবেসে খুব জড়িয়ে।।


যদি তুমি রাগের মাথায় 

বারবার আমায় দাও তাড়িয়ে,

তবু আমি তোমার দরজায়

থাকবো এসে ফের দাঁড়িয়ে।

যেতে পারবো না কখনো 

তোমার আমার বাঁধন ছিঁড়ে।।


কাঁদাও যদি আমায় তুমি 

নানা রকম অত্যাচারে,

কেঁদে কেঁদে বাসবো ভালো 

তোমায় আমি বারে বারে।

হয় যদি হোক বুকে ক্ষত 

তোমার মুখের কথার তীরে।।


ভাবছো আমায় বেশরম আর

বেহাইয়া খুব, আসলে তা নয়,

ভালোবাসি বলেই বন্ধু 

তোমার জন্য কান্দে হৃদয়।

যদি যাই না ফেরার দেশে

স্মৃতি হয়ে থাকবো ঘিরে।।







Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান