কলাকৌশল

 কলাকৌশল

খাদিজা বেগম 


যত বড়ই হওনা তুমি 

শিক্ষিত আর ক্ষমতাবান,

কলাকৌশল না জানিলে

হতে হবে রোজ অপমান।।


তোমার টাকা, বাড়ি-গাড়ি

যতই থাকুক কারিকারি,

তবু তোমার হৃদয়ের সুখ

অন্য জায়গায় দেবে পাড়ি।

যদি জানো সঠিক কৌশল 

সব স্থানেই পাবে সম্মান ।।


থাকলেও তোমায় নামে মেডেল  

আর পিএসডি ডিগ্রির বস্তা,

কৌশল ছাড়া সর্বহারা  

সবার কাছে তুমি সস্তা।

সকল কর্ম বিফল হবে

না থাকিলে কৌশলের জ্ঞান।।


কৌশল তোমায় রাখবে সুখে

 ভুবন করবে আনন্দময়,

কুপ্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে 

কৌশল করো সকল সময়‌।

এমনি এক অস্ত্র কৌশল 

আর কিছু নেই তাহার সমান।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান