সঙ্গের সাথী
সঙ্গের সাথী
খাদিজা বেগম
সঙ্গের সাথী সঙ্গে নাই আর
চলে গেছে ঐ কবরে,
তার বিরহে আগুন জ্বলে
দিবানিশি এই অন্তরে।
একি সাথে খাবার খেতাম
একি সাথে পড়তাম নামাজ,
সেইতো আমরা একলা দু'জন
দুই সীমান্তে কোন দোষে আজ?
তোমায় দেখার জন্য আমার
চোক্ষ দুইটা কেঁদে মরে।।
মনের রাজ্যে ঘুরে বেড়ায়
হাত বাড়ালে পাই না তারে,
চোখের পাতায় ভেসে বেড়ায়
তারি স্মৃতি বারে বারে।
ভুলতে চাইলে যায় না ভোলা
আরো বেশি মনে পড়ে।।
হৃদয় খাঁচায় পুষে ছিলাম
শত আদর দিয়ে তাকে,
তবু হৃদয় ভেঙ্গে গেল
একলা রেখে এই আমাকে।
ভাঙ্গা হৃদয় যন্ত্রণা হয়
দুঃখ, কষ্ট খুব ভিড় করে।।
Comments
Post a Comment